tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০২ মে ২০২৪, ০৮:০৪ এএম

হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদাকে


khalea_20240502_073911872

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার (১ মে) রাতে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়াকে ২-১ দিন হাসপাতালে থাকতে হবে বলে জানা গেছে।

এর আগে শারীরিক কিছু পরীক্ষার জন্য সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে পৌঁছান বিএনপি প্রধান। গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুইদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন গত কয়েক বছর ধরে। এজন্য তাকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টসহ নানা রোগে ভুগছেন।

এনএইচ