এসএসসি পরীক্ষায় ১৮ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
Share on:
চলমান বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
চলমান বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চ্যুয়ালি ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তথ্যমতে, গত বছর পাসের হার শূন্য থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে এবার কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।
এ বছর শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গত বছর শতভাগ পাস এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩ হাজার ২৩টি। সেই হিসাবে এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে পাসের হার ৯৩ দশমিক ৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।
এইচএন