tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০২ অগাস্ট ২০২২, ১৩:০১ পিএম

ইন্দোনেশিয়া থেকে কূটনীতিক প্রত্যাহার


Kazi Anarkali

কাজী আনারকলি নামে এক কূটনীতিককে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ফিরিয়ে এনেছে সরকার।


তিনি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন পদে দায়িত্ব পালন করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগে গত ৫ জুন কাজী আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে ফেরত আনার সিদ্ধান্ত নেয় ঢাকা।

সূত্র বলছে, একজন নাইজেরিয়ার নাগরিকের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন কাজী আনারকলি। সেই মাদক তিনি বাসায় রেখেছিলেন, নাকি ওই নাইজেরিয়ান রেখেছিলেন সে বিষয়ে এখনো ঢাকাকে কিছু জানায়নি জাকার্তা।

আন্তর্জাতিক বিধি অনুযায়ী, বিদেশি কোনো কূটনীতিকের বাসায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারে না। সেই নিয়ম না মেনেই কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।

এইচএন