মরক্কোর কাছে বিশ্বকাপে হার, বেলজিয়ামে দাঙ্গা
Share on:
কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে মরক্কোর কাছে বেলজিয়ামের ০-২ গোলে হারার পর দেশটিতে দাঙ্গা হয়েছে। প্রতিবেশী নেদারল্যান্ডসেও দাঙ্গাবাজেরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ইট নিক্ষেপ করে।
পুলিশ দাঙ্গা দমনে রাজধানী ব্রাসেলসের বেশ কয়েকটি এলাকা বন্ধ করে দিয়েছে, জলকামান মোতায়েন করেছে, এমনকি কাঁদানে গ্যাসও ব্যবহার করেছে। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
রোববার (২৭ নভেম্বর) বেলজিয়াম তুলনামূলক দুর্বল দল মরক্কোর কাছে ০-২ গোল হেরে যায়।
এরপরই ব্রাসেলসে শুরু হয়ে যায় দাঙ্গা। দাঙ্গাকারীরা একটি গাড়ি জ্বালিয়ে দেয়, বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরিয়ে দেয়, অনেক গাড়িতে ইট নিক্ষেপ করে।
ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ সিটি সেন্টার থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজপথে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ সবকিছু করছে বলেও জানান তিনি। গোলযোগকারীদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও ঘোষণা করেন।
প্রতিবেশী নেদারল্যান্ডসের কয়েকটি নগরীতেও দাঙ্গা দেখা গেছে। পুলিশ রটারড্যাম থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে। আর অ্যাটিওয়ার্প থেকে গ্রেফতার করেছে আটজনকে।
প্রায় ৫০০ দাঙ্গাকারী পুলিশের প্রতি ইট ও আতশবাজি নিক্ষেপ করে। সূত্র : আলজাজিরা ও ইয়াহু নিউজ।
এন