tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ এপ্রিল ২০২২, ০৯:৪৪ এএম

বাইডেন-মোদি বৈঠক আজ


বাইডেন-মোদি

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান সরকারের পতন এবং শ্রীলংকায় আর্থিক সংকটের মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রোববার ( ১০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইডেন-মোদির বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে।

তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা মতবিনিময় করবেন। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবারের আলোচনায় রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার পরিণতি নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে সতর্ক করতে পারে বলে এই ব্যাপারে সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর মার্চে অন্যান্য কোয়াড নেতাদের সঙ্গে আলাপকালে মোদির সঙ্গে শেষ কথা হয়েছিল বাইডেনের।

এইচএন