tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৫২ পিএম

আসিফ মাহমুদের হাত থেকে ম্যাচসেরার পুরস্কার নিলেন রিতু


asif-mahamud_0

ব্যাটিংয়ে খুব বেশি ভালো না করলেও শেষ পর্যন্ত জয় পেতে সমস্যা হয়নি নিগার সুলতানাদের। এমন জয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে রিতু মনির হাতে। আর সেই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বিশ্বমঞ্চে গত ১০ বছর ধরে ম্যাচ জিততে না পারার যে আক্ষেপ সেটা ঘোচানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল নিগার সুলতানার দল। স্কটল্যান্ডের বিপক্ষে আগের চারবারের মুখোমুখিতে বাংলাদেশ হারেনি।

এই ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে দারুণ ভূমিকা ছিল রিতু মনির। ৪ ওভারে ১৫ রান খরচায় দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। যার ফলে ১৬ রানের জয় নিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। মূলত বিশ্বকাপের ভেন্যু ও আইসিসি একাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সেই সঙ্গে এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

যুব ও ক্রীড়া উপদেষ্টার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। এক পোস্টে আসিফ মাহমুদের আইসিসির ভেন্যু পরিদর্শনের ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।'

এসএম