tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪ পিএম

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালি থেকে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


1707293072923

সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালি থেকে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


বুধবার (৭ফেব্রুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ৬ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়ে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ জঘন্য হামলা ও গ্রেফতার করে আরেকটি ঘৃণ্য নজির স্থাপন করেছে পুলিশ।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির বিগত ৪৭ বছরে গঠনমূলক নানা কর্মসূচির মাধ্যমে এদেশের আপামর জনতার হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। জনসম্পৃক্ত ও বৈধ সংগঠন হিসেবে স্বাধীনভাবে কর্মসূচি পালনের আইনি ও সাংবিধানিক অধিকার ছাত্রশিবিরের রয়েছে। কিন্তু, পুলিশ বরাবরই শিবিরের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছে। শিবিরের বিভিন্ন কর্মসূচিতে হামলা ও গ্রেফতার অভিযান চালিয়ে ঘৃণ্য নজির স্থাপন করেছে পুলিশ।

এমন ঘৃন্য আচরণ কোনভাবেই কাম্য নয়। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি, অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দিয়ে পুলিশ দায়িত্বশীলতার পরিচয় দিবে।

প্রেস বিজ্ঞপ্তি