tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৪, ১৮:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রল ট্যাঙ্কার


image-821696-1719577931

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহণের অভিযোগে তিনটি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই তিন কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি।


এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের সামিল।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহণের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে- এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘জোরদারের’ প্রতিক্রিয়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে আরও জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।

তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে- আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র পেতে দিব না। এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এটা নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত।

এমএইচ