ঠিকাদারের গাফিলতি, ময়মনসিংহ থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ ঘোষণা
Share on:
পূর্বের ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এই ঘোষণা দেন। আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এই ঘোষণা দেন।
আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।
তিনি বলেন, ‘গত ২ জানুয়ারি দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তা ১৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছিলাম। তা না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার আলটিমেটাম দেয়া হয়।
দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ বিভাগ হতে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’
রাস্তার কাজের ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজনের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।
এইচএন