tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৬ জানুয়ারী ২০২৪, ২০:১৫ পিএম

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের দিন সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জামায়াতের


এটিএম মা’ছুম

ডামি প্রার্থী দাঁড় করিয়ে জনগণের ভোটাধিকার হরণ করে প্রহসনের নির্বাচনের প্রতিবাদে জামায়াত ঘোষিত ৭ জানুয়ারি রবিবার হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন ।


শনিবার ( ৬ জানুয়ারি ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম প্রদত্ত এক বিবৃতিতে এ আহ্বান জানান ।

তিনি বলেন , সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছে। মূলত সরকারের লুটপাট, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের ধারা অব্যাহত রাখার জন্যই এই তামাশার নির্বাচনের আয়োজন করা হয়েছে। নিজেদের দলীয় লোকদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এক অভিনব কায়দায় নির্বাচনকে অংশগ্রহণমূলক করার প্রতারণামূলক ব্যবস্থার আয়োজন সম্পন্ন করেছে সরকার।

সরকারের এই ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে আজ দেশব্যাপী জামায়াত ও বিরোধী রাজনৈতিক দল ঘোষিত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল হয়েছে। সরকার হরতাল কর্মসূচি বানচাল করার জন্য গত ৪৮ ঘণ্টায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৯ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সরকারের জুলুম-নিপীড়ন মোকাবেলা করে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি রবিবার জামায়াতের পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি