tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ মে ২০২২, ১৩:৩৯ পিএম

আফগানিস্তানে বিস্ফোরণ, ৩ নারীসহ নিহত ১৫


Afganistan-2022

তালেবান শাসিত আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন মারা গেছেন।


বুধবার (২৬ মে) স্থানীয় সময় এ বিস্ফোরণ ঘটে। গত আগস্ট মাসে তালেবান দেশটির ক্ষমতায় আসার পর বোমা হামলার ঘটনা অনেক কমে গেছে।

তবে গত রমজান মাসে দেশটিতে নতুন করে কয়েকটি হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মাজার-ই-শরীফ শহরে কয়েকটি মিনিবাসে এ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

বালখ প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপিকে জানান, শহরের বিভিন্ন জেলায় ৩ টি মিনিবাসে বোমাগুলো রাখা হয়েছিল।

বালখ স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেছেন, গাড়িতে থাকা বিস্ফোরণে নিহতদের জনের মধ্যে ৩ জন নারীও আছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজধানী কাবুলের একটি মসজিদের ভেতরে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত দুইজনের মৃত্যু এবং ১০ জন আহত হন।

এদিকে এক টুইট বার্তায় কাবুলের হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মসজিদে বিস্ফোরণে ৫ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এইচএন