tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২২, ১৭:২৭ পিএম

উন্নত মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ


হাইকোর্ট.jpg

বাংলাদেশে দুর্বল নেটওয়ার্কের কারণে কল বিচ্ছিন্ন হওয়ার মতো ভোগান্তি বন্ধ করে উন্নত, স্বচ্ছ মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বাংলাদেশে দুর্বল নেটওয়ার্কের কারণে কল বিচ্ছিন্ন হওয়ার মতো ভোগান্তি বন্ধ করে উন্নত, স্বচ্ছ মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন।

সেইসাথে গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানে ৫ সদস্যের কমিটি করে দিয়েছেন আদালত।

কমিটিতে থাকবেন তথ্য-

১) প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব,

২) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব,

৩) বিটিআরসির চেয়ারম্যান,

৪) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও

৫) মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের (এমটব) একজন প্রতিনিধি।

উল্লেখ্য, আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এইচএন