tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৩, ১৫:২৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ চলছে


islami-20231103151131

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ।


সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৩ নভেম্বর) জুমার নামাজের পর সমাবেশ শুরু হয়৷ এর আগে সকাল ১০টা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলনের এই সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে দলটি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সভাপতিত্ব করছেন। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

ইসলামী আন্দোলন সূত্র জানিয়েছে, আজ দলটির আমীর চলমান রাজনৈতিক সংকট নিয়ে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন। তবে কী ধরনের কর্মসূচি আসবে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলা সম্ভব হচ্ছে না।

এনএইচ