tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ১৯:১০ পিএম

বাংলাদেশে নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত : উপদেষ্টা


19662597_191

বাংলাদেশে নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।


এটি তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন উপদেষ্টা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ইউনিয়ন পরিষদের বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের মেয়াদ ৩ বছর হওয়া উচিত, কারণ ৫ বছর অনেক সময়। এজন্য ৩ বছর মেয়াদ হলে অনেকে সুযোগ পাবে, কাজ ভালো হবে।

এগুলো ব্যক্তিগত মতামত উল্লেখ করে বিষয়গুলো দেখা হবে বলে জানান এ এফ হাসান আরিফ।

বিএসআরএফ’র সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

সূত্র : ইউএনবি

এনএইচ