ট্রাকচাপায় যুবক নিহত, ড্রামট্রাক জব্দ
Share on:
শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছি। তবে চালক পালিয়েছে। মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে রয়েছে।’
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মাটিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা যুবকের ওপরে উঠে যাওয়ায়। এতে ১ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডাকবদলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সোহাগ। আহতরা হলেন, মো. কাদের ও শাহজাহান আলী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই রাস্তা দিয়ে মাটিবহনকারী ড্রাম ট্রাকগুলো প্রায়ই দ্রুতগতিতে যাওয়া-আসা করে। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার ডাকবদলিতে রাস্তার পাশে কয়েকজন যুবক গল্প করছিল।
হঠাৎ একটি ড্রাম ট্রাক বিকট শব্দে সোহাগ মিয়ার মোটরসাইকেলের ওপর উঠে যায়। এ সময় সোহাগ মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চলে যায়। শাহজাহান ও কাদের ট্রাকের ধাক্কায় পাশে পড়ে থাকে।
এরপর আমরা দুর্ঘটনার খবর ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একজনকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং বাকি দুজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করান।
শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছি। তবে চালক পালিয়েছে। মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে রয়েছে।’
এইচএন