tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ১৯:১১ পিএম

ডেঙ্গু রোগী ভর্তি ২৪ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৯৪


ডেঙ্গু.jpg

এডিস মশার কামড়ে চলতি বছরে এ পর্যন্ত ২৪ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৯৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


এডিস মশার কামড়ে চলতি বছরে এ পর্যন্ত ২৪ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৯৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে ২৩ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

আজ বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে দুজন। নতুন আক্রান্তদের মধ্যে ১৩১ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৪ হাজার ১২০ জন।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ৩০৪ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

এইচএন