tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১০ অগাস্ট ২০২৪, ২১:৫০ পিএম

নতুন প্রজন্মের স্বাধীনতা যোদ্ধা আহত সবার পাশে রয়েছে জামায়াত: মুহা. দেলাওয়ার হোসেন


Photo Press Delowar (JDCS 10 Aug 2024) (1)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, নতুন প্রজন্মের স্বাধীনতা যোদ্ধা আহত সবার পাশে রয়েছে জামায়াত।


শনিবার (১০ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহত চিকিৎসাধীনদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত পহেলা জুলাই হতে এই ৫ আগস্ট পর্যন্ত যারা মারাত্মক ভাবে আহত হয়ে রাজধানীর এই বার্ন ইউনিট জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ হতে তাদের দেখতে এসেছি। এখানে আসুস্থ চিকিৎসাধীন যারা রয়েছে তাদের সার্বিক খোঁজখবর আমরা নিয়েছি। অত্যন্ত নির্মমভাবে দেশের এসব মানুষকে নির্বিচারে গুলি করা হয়েছিল। আগুনে ঝলসে দেওয়া হয়েছে। অনেককে রামদা দিয়েও কুপিয়ে জখম করা হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ হতে আমরা এসব ক্ষতিগ্রস্ত জনগণের পাশে রয়েছি।

আমরা তাদের জন্য দোয়া করেছি অতি দ্রুত যেন মহান আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আমরা মনে করি এই লড়াই সংগ্রামে যারা আহত হয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, স্বাধীনতা অর্জনের এই আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তারাই নতুন প্রজন্মের স্বাধীনতা যোদ্ধা। ৭১ সালের ১৬ ডিসেম্বর যারা এদেশকে স্বাধীন করেছিলেন তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা। এই প্রজন্ম এসে দ্বিতীয় বার আমরা যে স্বাধীনতা অর্জন করলাম এই স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, সংগ্রামে উত্তীর্ণ হয়েছিলেন সবাইকে আমরা বিজয়ী স্বাধীনতা যোদ্ধা হিসেবে অখ্যায়িত করেছি। সামনে যে সরকার গঠিত হবে তারা এদেরকে দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিবেন।

তিনি আরও বলেন, দেশে অন্তর্বর্তিকালীন সরকার গঠিত হয়েছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। আশা করি সরকারি বিভিন্ন সেক্টরে যে অনিয়ম অপরাধ সংঘটিত করা হয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই তারা এগুলো মেরামত করবেন। দেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তারা তৈরি করবেন এই প্রত্যাশা করি। খুব দ্রুততম সময়ের মধ্যেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেকাজে এই অন্তর্বর্তিকালীন সরকারকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো।

আজকে যারা আহত হয়েছেন আমরা জামায়াতের পক্ষ হতে তাদের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত রাখবো। ইতোমধ্যেই তালিকা করে আমরা শহীদ পরিবার ও আহত সকলকে সহযোগিতা পৌঁছিয়ে যাচ্ছি। বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারকেও আহ্বান জানায় তারাও যেন আহত সকলের সুস্থ্যতায় পাশে থাকেন। তাদের উন্নত চিকিৎসার জন্য যেন ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে এই হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন তাদের সাধ্যমত যেন সকল চিকিৎসা সেবা প্রদান করা হয় সেই উদাত্ত আহবান করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ