tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ১০:২০ এএম

স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সেমিতে পাকিস্তান


পাকিস্তান.jpg

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করে টিম পাকিস্তান। সুপার টুয়েলভে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সব শেষ স্কটিশদের পরাজিত করেছে উড়তে থাকা দলটা।


দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে গ্রুপ টু’র শীর্ষে উঠে এসেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান।

ফলে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পা রাখবে বাবর আজমের দল। ১১ নভেম্বর দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার।

অন্যদিকে ১০ নভেম্বর প্রথম সেমিতে ইংলিশদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

পাকিস্তান.jpg

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করে টিম পাকিস্তান। সুপার টুয়েলভে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সব শেষ স্কটিশদের পরাজিত করেছে উড়তে থাকা দলটা।

গতকাল রোববার (৭ নভেম্বর) টস জিতে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাবর আজম। অধিনায়কের টানা ৩য় অর্ধশতকে ইউরোপের দেশটির সামনে ১৯০ রানের বড় লক্ষ্য দেয় পাকিস্তান।

জবাবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের হয়ে রিচার্ড বেরিংটন ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। চারটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

জর্জ মুনসি ৩১ বলে ১৭ ও মাইকেল লিস্কের ১৪ বলে ১৪ রান ছাড়া কেউই দুই অংকে পৌঁছতে পারেনি।

পাকিস্তানের হয়ে শাদাব খান ২টি উইকেট শিকার করেন। হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ১টি করে উইকেট তুলে নেন।

এর আগে ব্যাট হাতে ৪৭ বলে ৬৬ রান তুলেন পাকিস্তান দলনায়ক বাবর।

শোয়েব মালিক.jpg

অন্যদিকে মাত্র ১৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শোয়েব মালিক।

স্কটিশদের জার্সিতে ক্রিস গ্রেভস দুটি উইকেট নেন। সফিয়ান শরিফ ও হামজা তাহির একটি করে উইকেট শিকার করেন।

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজা, জর্জ মুনসি, ডাইলান বুডজ, রিচার্ড বেরিংটন, মাইকেল লিস্ক, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, হামজা তাহির, ব্র্যাড হোয়েল।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

এইচএন