১৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন ভেঙ্কটেশ
Share on:
২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ৭৩ বলের ১৫৮ রানের সেই ইনিংসকে এখনও আইপিএলের ইতিহাসে সেরা ইনিংসগুলোর একটি হিসেবে ধরা হয়।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাককালাম সেই ইনিংস খেলার প্রায় ১৫ বছর পেরিয়েছে। এর মধ্যে দলটি প্রায় দুইবার শিরোপা জিতলেও কোনো ব্যাটারই তিন অঙ্কের দেখা পাননি। অবশেষে গেরো কাটালেন ভেঙ্কটেশ আইয়ার। ম্যাককালামের পর দ্বিতীয় কলকাতার খেলোয়াড় হিসেবে তিন অঙ্ক ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
রোববার(১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আইয়ার। ৫১ বলের সেই ইনিংসে ৬ চারের পাশাপাশি ছয় মেরেছেন ৯টি। তাতে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কলকাতা।
কলকাতার হয়ে এদিন আইয়ার ছাড়া কেউই তেমন রান পাননি। শেষদিকে ১১ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল। আর রিংকু সিংয়ের ব্যাট থেকে এসেছে ১৮ রান।
মুম্বাইয়ের হয়ে আজকের ম্যাচে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। প্রথম ইনিংসে বল হাতে দুই ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়েছেন। তবে নিজের প্রথম আইপিএল ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি বাঁহাতি অলরাউন্ডার।
এবি