নিউ মার্কেটগামী রাস্তা বন্ধ!
Share on:
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ ভবন সংলগ্ন আড়ং মোড় থেকে নিউ মার্কেটগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ট্র্যাফিক পুলিশ।
ফলে রাস্তায় কোন পরিবহন প্রবেশ করতে না পারায় বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। ২/১টি বাস প্রবেশ করলেও তা কানায় কানায় ভর্তি।
শনিবার (১৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, নিউ মার্কেটগামী মিরপুর সড়কটি বন্ধ করে দেওয়ায় সড়কে পরিবহনের সংখ্যাও কম।
এতে অফিসগামী সাধারণ যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন। বাসের অপেক্ষায় থাকা অনেকে হেঁটেই গন্তব্যস্থলে রওনা হয়েছেন।
চাকুরিজীবী হাসান জয় জানান, নিউমার্কেটে আগুনের ঘটনা জানা ছিল না। রাস্তায় এসে দেখি এই অবস্থা। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করে শেষে হাঁটা শুরু করলাম।
আরেক চাকুরিজীবী মুরাদ হোসেন জানান, অফিস যাওয়ার জন্য রাস্তায় এসে দেখি কোনো বাস নাই। নিউমার্কেটে আগুন লাগার জন্য নাকি রাস্তা বন্ধ। যথাসময়ে অফিস যেতে পারবো কিনা সন্দেহ হচ্ছে।
এদিকে রাস্তায় বাস না থাকায় রিকশা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া হাঁকছে।
এ সময় ধানমন্ডি ২৭ থেকে কলাবাগান যাবেন আফরোজা ইসলাম। এই গন্তব্যের সাধারণ ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। রিকশাওয়ালা তার কাছ থেকে চাচ্ছিলো ৬০ টাকা। অগত্যা উপায় না পেয়ে চাচ্ছিলো হেঁটেই রওনা দেন তিনি।
আফরোজা ইসলাম বলেন, এইটুকু রাস্তায় ৬০ টাকা ভাড়া চাওয়া অযৌক্তিক। তাই হেঁটেই যাচ্ছি।
এন