tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২২, ১৩:২৩ পিএম

খুন-ধর্ষণ নিয়ে মিডিয়া ট্রায়াল বন্ধ করুন, প্রশাসনকে সময় দিন


mamata-2022

সমান্তরালভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছে বাংলার কিছু টেলিভিশন নিউজ চ্যানেল। খুন হলো কি না হলো, ধর্ষণ আদৌ হলো কি-না তা না বিচার করেই এসব নিয়ে হইচই করছে। এটা বন্ধ করুন,  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টেলিভিশনের নিউজ চ্যানেলগুলোর প্রতি এই আবেদন করেছেন।


তিনি বলেছেন, খুন হলে কি কারণে তা হলো, কেন হলো তা বিচার না করেই একতরফা দোষারোপের পালা চলছে। আর যে কোনও ঘটনাকে ধর্ষণ বলে চালিয়ে দেয়া হচ্ছে।

ধর্ষণ না হলেও সেটাকে ধর্ষণ বলে দেখিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনকে তো একটু সময় দিতে হবে তদন্ত করার। বেলা দশটায় ঘটনা ঘটলে তো বেলা চারটা পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রাথমিক তদন্ত রিপোর্টের জন্য।

মমতা বলেন, নিউজ চ্যানেল খুললেই শুধু নেগেটিভিটি, পজিটিভ কিছু নেই। এটা চলতে পারে না

বিজ্ঞাপনরাজ্যে তৃণমূল সব মেনে নেয় বলে যা খুশি দেখানোর স্বাধীনতা মেলে না। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

এইচএন