tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ এএম

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ড, যুবকের মৃত্যু


1

রাজধানীর গুলশানে আগ্নিকাণ্ডের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় ভবনের ভেতর থেকে ২২ জনকে উদ্ধার করা হয়। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নিহত ঐ যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের পরিচয় শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।

নিহত আনোয়ারের ছোট ভাই জুলহাস হোসেন বলেন, আগুন লাগার পর আমার ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। পরে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। তিনি ওই ভবনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার ছোট ভাই জুলহাস এসে নিহত আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বিমান বাহিনীর একটি দল।

জানা গেছে, আগুন লাগার পরপরই ভবন থেকে তাড়াহুড়ো করে অনেকেই নেমে আসেন। আবার ভেতরে অনেকেই আটকা পড়েছেন। তারা বাঁচার জন্য চিৎকারও করছেন।

উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেন, ধোঁয়ার কারণে আমরা অনেকেই ভেতরে আটকা ছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার করায় কোনোমতে বেঁচে আছি।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগুন ভবনের সাত তলায় ধরলেও তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার কিংবা ক্যাবল পুড়ে ধোঁয়া ছড়িয়ে গেছে ভবনের বিভিন্ন ফ্লোরে। এ কারণে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে।

এন