tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম

কৃষ্ণসাগরে কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত, দাবি ইউক্রেনের


time news0
রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার ভাইস-অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ

সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরের কমান্ডারকে হত্যার দাবি করেছে ইউক্রেন। দেশটির স্পেশাল অপারেশনস ফোর্সেস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ভিকটর সোকোলোভসহ ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


গতকাল সোমবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারও আছেন। এছাড়া হামলায় আহত হয়েছে শতাধিক রুশ সেনা।

তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য পায়নি। এ হামলার পর মস্কোর পক্ষ থেকে বলা হয়, তাদের এখন সেনা নিখোঁজ রয়েছে।

time news 01

সম্প্রতি ইউক্রেন ক্রিমিয়া দ্বীপে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৭০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

এনএইচ