tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৩ এপ্রিল ২০২২, ১২:৩৬ পিএম

টিকিট বিক্রির প্রথম দিনেই রেলের ওয়েবসাইট বিকল


train-2022

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন অনলাইনে টিকিটপ্রত্যাশীরা।


শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে কোনো টিকিট কাটা যাচ্ছিল না।

ওয়েবসাইটে একটি বার্তায় ধৈর্য ধরতে বলেছিল কর্তৃপক্ষ। এরপর সকাল সোয়া ৯টায় ওয়েবসাইট স্বাভাবিক হয়।

এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে এদিন সকাল ৮টা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে শুরু হয় আগাম টিকিট বিক্রি। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রেলওয়ের কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, সরাসরি ছাড়াও একই সময়ে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রেলওয়ের ওয়েবসাইটে, তবে এ প্রক্রিয়া থমকে ছিল সকাল থেকে। টিকিট কেনার জন্য সকাল ৮টার পর ওয়েবসাইটে ঢুকলে সেখানে একটি বার্তা দেখা যাচ্ছিল।

রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে এক ঘণ্টারও বেশি সময় ধরে লেখা ছিল, ‘আপনি আমাদের কাছে খুবই মূল্যবান।

মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে আমরা আপনাকে লাইনে রাখছি। ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ।’

এইচএন