tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২২, ১৬:১০ পিএম

পোশাকের দাম কমালে অস্তিত্ব থাকবে না: বিজিএমইএ


20221112_160704

অর্ডার কম আসার দোহাই দিয়ে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাকের অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।


শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন  বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমান পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমেছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।

প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে প্রতিষ্ঠানটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এমআই