tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৪, ১৫:২০ পিএম

শুক্রবার থেকে ভারি বৃষ্টি হতে পারে


image-827592-1720858255

আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।


তিনি বলেন, ‘আজকে থেকে ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে; এসময় গরমের অস্বস্তিবোধ থাকবে। ১৯ তারিখ থেকে আবার একটি নতুন স্কেল শুরু হয়ে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে পারে। মাস জুড়েই বৃষ্টি থাকবে।’

তিনি আরও বলেন, আগামী ১০ দিন সিলেট এবং আশেপাশের এলাকায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের সকালের বার্তায় বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে ঢাকায়। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে ১০৬, ফেনীতে ৯৮, সিলেটে ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সারা দেশে কমবেশি বৃষ্টি ঝরেছে।

এমএইচ