tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ১৯ অগাস্ট ২০২৩, ১৮:০৭ পিএম

আফগানদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা


bd-ftball-briefing-

চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি হোম ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য আজ (শনিবার) জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩২ জনের প্রাথমিক এই স্কোয়াডে সাফের দলে থাকা ফুটবলারদের সঙ্গে আরও ৯ জনকে ডাকা হয়েছে।


ঘোষিত দলে নতুন মুখদের মধ্যে অন্যতম দীপক রায়। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এএফসি কাপে খেলে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে আর্জেন্টিনায় রয়েছেন। তার সম্পর্কে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‌‘আশা করি শেষ সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে।’

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাই। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে এবং দলও থাকবে নিকটবর্তী হোটেলে।’

এরপর ম্যাচের ভেন্যুও কিংস অ্যারেনায় হওয়ার ইঙ্গিত দিলেন কাজী নাবিল, ‘কিংসের অনুমোদনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারাও কিংস অ্যারেনায় অনুশীলন করবে।

৩২ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহিদুল ইসলাম, মিতুল মারমা ও পাপু হোসেন।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দীন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইসা ফয়সাল ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার : সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড : রাকিব হোসাইন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারওয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইবরাহিম।

এমবি