tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৪ মে ২০২৪, ১৫:৫০ পিএম

উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে বিধি অনুযায়ী ব্যবস্থা: ইসি রাশেদা


ec_20240504_143512305

উপজেলা নির্বাচনে কেউ প্রভাব খাটালে প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।


শনিবার (৪ মে) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালীরা নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।’

নির্বাচনে কোনো প্রার্থী এমপিদের আশীর্বাদপুষ্ট হয়ে সুবিধা নিলে তা থেকে সরে আসার আহ্বান জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ পেলে প্রার্থিতাও বাতিল হতে পারে।

স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে ইসি রাশেদা বলেন, ‘প্রার্থীরা এমপিদের আশীর্বাদপুষ্ট হয়ে কোনো সুবিধা নিলে দয়া করে সরে আসেন। এরকম অবস্থা যদি দাঁড়ায়, যদি অভিযোগ আসে তাহলে প্রার্থিতা বাতিলও হতে পারে।’

এর আগে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাছে নির্বাচন সংশ্লিষ্ট নানা অভিযোগ তুলে ধরেন।

এবার প্রথম ধাপে ৮ মে উপজেলা নির্বাচনে রাজশাহী বিভাগে অংশ নিচ্ছেন ৯১ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস-চেয়ারম্যান ৮৬ এবং মহিলা চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন।

এনএইচ