tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২৩, ১৭:৫৭ পিএম

জয়ে ফিরলো মাশরাফির রূপগঞ্জ


14

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও দিন শেষে হাসিমুখেই মাঠ ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সোমবার (১০ এপ্রিল) বিকেএসপি ৩ নম্বর মাঠে কঠিন প্রতিপক্ষ কাগজে কলমে শ্রেয়তর দল প্রাইম ব্যাংককে বেশ সহজে, ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে বড় জয়ে হসিমুখে মাঠ ছেড়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ।


মাশরাফি এবং আব্দুল হালিমের সাঁড়াসি বোলিংয়ে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংক। তামিম ইকবাল ছাড়া এ ম্যাচে মুশফিকুর রহিম, তাইজুল, শরিফুলসহ প্রাইম ব্যাংকের সব জাতীয় ক্রিকেটারই অংশ নেন; কিন্তু ব্যাটারদের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। মুশফিক মাত্র ৫ রানে ফিরে যান। মিঠুন করেন ১৭ রান।

অভিজ্ঞ নাসির (৩১) আর ইয়াসির আলী রাব্বি (২৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও পারেননি। তরুণ আব্দুল হালিমের পেস, অধিনায়ক মাশরাফির জেন্টল মিডিয়াম পেস এবং ভারতীয় চিরাগ জানির সাঁড়াসি আক্রমণে প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইনআপে ধ্বস নামে। হালিম ৩৪ রানে ৩টি আর অধিনায়ক মাশরাফি ২৫ রানে ২ উইকেট দখল করেন।

১২৯ রানের ছোট্ট লক্ষ্য সামনে রেখে মাত্র ২৪.৪ ওভরেই জয় তুলে নেয় মাশরাফির দল। ওপেনার মুনিম শাহরিয়ার ৭, পারভেজ ইমন ২২ ও সাব্বির রহমান ৮ রানে ফিরলেও মিডল অর্ডার ফারদিন হাসান (৪৭) উইকেটরক্ষক ইরফান শুক্কুর (৩৪) দলকে জয়ের খুব কাছে নিয়ে যান।

প্রাইম ব্যাংক: ১২৮/১০, ৩৬.২ ওভার ( শাহাদাত দিপু ৭, শেখ মাহদি ০, মোহাম্মদ মিঠুন ১৭, মুশফিকুর রহিম ৫, তাইজুল ১৩, নাসির হোসেন ৩১, আল আমিন জুনিয়র ২, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ২৮, করিম জানাত ১৭, শরিফুল ২, রেজাউর রহমান রাজা ২; আব্দুল হালিম ৩/৩৪, মাশরাফি ২/২৫, সোহাগ গাজী ২/৭, চিরাগ জানি ১/১২, নাঈম ইসলাম জুনিয়র ১/২৩, রাজিবুল ইসলাম ১/২৫)।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১২৯/৫, ২৪.৪ ওভার (মুনিম শাহরিয়ার ৭, পারভেজ হোসেন ইমন ২১, ফারদিন হাসান ৪৭, সাব্বির রহমান ৮, ইরফান শুক্কুর ৩৪, চিরাগ জানি ৭*, শেখ মাহদি ২/৩২)।

এবি