tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭ পিএম

আবার নানা হলেন আফ্রিদি


afridi-6762a348b7c3c

মাসকয়েক আগে শহিদ আফ্রিদির মেজো মেয়ে আনশা এবং পেসার শাহিন আফ্রিদির ঘর আলো করে এসেছিল পুত্রসন্তান। এবার ‘সিনিয়র’ আফ্রিদির বড় মেয়ে আকসার কোলে এসেছে কন্যাসন্তান।


দ্বিতীয়বার নানা হওয়ার খবর সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আফ্রিদি নিজেই। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আকসা এবং নাসিরের ঘরে আল্লাহ আয়রাকে পাঠিয়েছেন। সৃষ্টিকর্তার রহমতের সবচেয়ে সুন্দর প্রতিদান হচ্ছে মেয়েরা। আমাদের জন্য প্রার্থনা করুন।’

গত বছরের ৩০ ডিসেম্বর করাচিতে ঘরোয়া আয়োজনে নাসির নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আকসা আফ্রিদি।

এদিকে ক্রিকেট ছেড়ে এখন অখণ্ড অবসর কাটাচ্ছেন আফ্রিদি। এখন বেশিরভাগ সময় পাকিস্তানের ম্যাচের সময় দেশটির বিভিন্ন টিভি চ্যানেলে বিশ্লেষক হিসেবে তার দেখা মেলে।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে তাকে।

এনএইচ