tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮ পিএম

অবশেষে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া


অস্ট্রেলিয়া

পাকিস্তানের মাটিতে অবশেষে দীর্ঘ ২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রেখেছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।


স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে অবশেষে দীর্ঘ ২৪ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রেখেছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তারা দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছায়। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে।

আগামী ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে পাকিস্তানের মাঠে গড়াবে সিরিজ। ৪-৮ মার্চ অনুষ্ঠেয় ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি। এরপর ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি এবং ২১-২৫ মার্চ তৃতীয় টেস্টের ভেন্যু লাহোর।

পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার জন্য ১৮ সদস্যের স্কোয়াড এসেছে।

টেস্ট সিরিজ শেষে আগামী ২৯, ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উভয় দল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এটিরও ভেন্যুও রাওয়ালপিন্ডি।

১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মারকাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রেভাস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মানাস ল্যাবুশেন, নেথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সোয়াপ্সন, ডেভিড ওয়ার্নার।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা দলের বাস। এরপরই পাকিস্তান সফর বন্ধ করে দেয় ক্রিকেট খেলুড়ে দেশগুলো। দীর্ঘদিন আরব আমিরাতকে নিজেদের হোমভেন্যু হিসেবে ব্যবহার করেছে পিসিবি।

এইচএন