tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১৫:৩৭ পিএম

সরকারি চাকরিজীবীরা আগামীকাল নতুন সময়সূচিতে অফিস করবেন


image-278793-1718702010

টানা পাঁচ দিন ছুটি উপভোগ শেষে আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে সরকারি অফিস। এদিন থেকে এক ঘণ্টা বেশি অফিস করবেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরেরা।


মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে।

আরও বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ ছাড়া বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি। আগের মতোই শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এর আগে, ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা।

এমএইচ