tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ অগাস্ট ২০২২, ১৮:০৩ পিএম

জামায়াতের জনশক্তিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান


Ameer_Kustia_24_08_2022

২৪ আগস্ট (বুধবার) বাাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠিত জেলা-উপজেলা দায়িত্বশীলদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মুবারক হোসাইন।

অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্যবৃন্দ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসাইন এবং শাহজাহান আলী।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের এ জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ইসলাম কোনো ভীরু-কাপুরুষের জন্য নয়। ইসলাম হলো হযরত খাব্বাব রা. এর মত বীর মুজাহিদদের জন্য। শত নির্যাতন সত্তে¡ও যারা সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারবে, তারাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়নে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা যদি জামায়াতবদ্ধভাবে দ্বীন কায়েম তথা দাঈ ইলাল্লাহর কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, তবে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার আশা করতে পারি।

আল্লাহর জমিনে আমরা দ্বীন কায়েম করতে পারলাম কিনা- তিনি সেটা দেখবেন না। তিনি দেখবেন আমরা আন্তরিকতা ও খুলুসিয়াতের সাথে দ্বীনে হক কায়েমের চেষ্টা করেছি কিনা। তাই আমাদের সকলকে দ্বীন কায়েমের ব্যাপারে সক্রিয়ভাবে সচেষ্ট থাকতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রকৃত পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”

জনাব মুবারক হোসাইন বলেন, “ইসলামের দাওয়াত পৌঁছাতে হলে প্রথমে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে হবে।

মেহেরপুর জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর জেলার উদ্যোগে জেলা-উপজেলা দায়িত্বশীল সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সমাজসেবার কাজে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দ্বীন প্রতিষ্ঠার কাজের সাথে সাথে মানবতার সেবার কাজকেও অগ্রাধিকার দিতে হবে। কারণ মানবতার সেবাও নবী (আঃ) দের কাজ। জামায়াত হবে অসহায় দরিদ্র মানুষের আশ্রয়স্থল। এ জেলার প্রতিটি ঘরে সেবার হাত বাড়িয়ে দিতে হবে।”

জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি জনাব ইকবাল হোসেনের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন