বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়
Share on:
বিশ্বভ্রমণের অংশ হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। রোববার (৬ আগস্ট) রাতে ট্রফিটি বাংলাদেশে আসে। ৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে।
আজ সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে বিশ্বকাপের ট্রফির। দুপুর ৩টায় হবে এই ফটোসেশন পর্ব।
পরদিন ৮ (মঙ্গলবার) আগস্ট সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সংবাদমাধ্যম, জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক ক্রিকেটার, ক্রিকেটের অফিসিয়াল ও আয়োজকদের জন্য ট্রফিটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে।
ট্রফি ট্যুরের শেষ দিন ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে ট্রফিটি। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি।
প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই; যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।
এন