tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৩৮ পিএম

যুব এশিয়া কাপ: সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ


Jubo-asia-cup.jpg

এবারের যুব এশিয়া কাপে নেট রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি করে জয় পায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।


করোনা ভাইরাসের হানায় আজ মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা বাতিল হয়েছে।

ম্যাচ চলাকালীন দুই আম্পায়ারের করোনা পজিটিভ হওয়ার খবরে ম্যাচ পণ্ড হলেও নেট রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে যুবা টাইগাররা।

গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি করে জয় পায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ হারায় কুয়েত ও নেপালকে।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্সআপ হওয়া ভারতের বিপক্ষে সেমিতে লড়বে বাংলাদেশ। আগামী ৩০ ডিসেম্বর শারজায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা।

তার আগে দুবাইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান ও ‘বি’ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কা।

চার দলের লড়াই শেষে নতুন বছরের প্রথম দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এইচএন