ইরানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৬
Share on:
ইরানের উত্তরাঞ্চলীয় দমঘন শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। রোববার দমঘন শহরের ওই কয়লা খনির ৪০০ মিটার গভীরে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।
সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, দমঘনের কয়লা খনিতে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
‘কয়লা খনির একটি সুরঙ্গে বিস্ফোরণ ঘটেছে রোববার। এতে খনিতে কর্মরত ছয় শ্রমিক আটকা পড়েন,’ বলছে আইআরএনএ।
বিস্ফোরণের পরপরই খনির শ্রমিকদের উদ্ধারের তৎপরতা শুরু হলেও তা ব্যর্থ হয়। পরে সোমবার সকালের দিকে খনির ভেতর থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
আইআরএনএর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, খনি দুর্ঘটনাস্থলে অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের সহকর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।
এর আগে, ২০২১ সালের মে মাসে একই খনিতে ধসের ঘটনা ঘটে। ওই সময়ও দুই শ্রমিক নিহত হন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
এছাড়া ২০১৭ সালে ইরানের উত্তরাঞ্চলীয় আজাদ শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪৩ শ্রমিকের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনার পর দেশটিতে সরকারবিরোধী ব্যাপক ক্ষোভ দেখা যায়।
এমবি