tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৭ পিএম

গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চাইল হামাস


827976_132

ইসরাইলের কাছে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।


নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরাইলের কাছে হামাস দাবি করেছে, ইসরাইল একটি স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি দেবে যে তারা যুদ্ধবিরতির তিন ধাপের দ্বিতীয় ধাপে গোটা গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমরা দুই পক্ষের মধ্যে বন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিশ্চিত করছি।

শনিবার হামাস বলেছে, তারা মিসরীয় ও কাতারী মধ্যস্থতাকারীদের কাছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মিসরীয় কর্মকর্তা বলেছেন, হামাস একটি ব্যাপক ও পর্যায়ক্রমে চুক্তি চায়। এর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে সকল ইসরাইলি বন্দীদের মুক্তির চুক্তি।

মিসরীয় কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীরা আরেক দফা আলোচনার আহ্বান জানানোর আগে সতর্কতার সাথে হামাসের ওই প্রতিক্রিয়া পর্যালোচনা করবেন।

সূত্র : রয়টার্স/আল জাজিরা

এসএম