অভিনেত্রী হিমুর মৃত্যু ঘিরে ধোঁয়াশা
Share on:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিনয় শিল্পী সংঘ বলছে, যারা হিমুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের একজনকে পুলিশ খুঁজছে।
এ বিষয়ে কথা হয় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানাননি চিকিৎসক। তারা বলেছেন, পোস্টমর্টেম শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।
আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।