tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ২২:০৫ পিএম

সরকারের উন্নয়নের পক্ষে প্রাপ্য কাভারেজ চাই : সেতুমন্ত্রী


126

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমের কাছে নিজেদের প্রাপ্য কাভারেজ প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমন্ত্রিত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রত্যাশা ব্যক্ত করেন।  

ওবায়দুল কাদের বলেন, 'আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিও (প্রাপ্য) কাভারেজ চাই। আমরা বেশি চাই না। যা আছে আমাদের সেটুকুই দেন। আমরা আমাদের ডিওটা চাই।'

সেতুমন্ত্রী বলেন, 'আমরা এটাও বলি না যে, বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরকেও দেন।'

বিরোধী দল শক্তিশালী হলে গণগন্ত্রও শক্তিশালী হয় বলেও জানান তিনি।

গত ১৪ বছর দেশ পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ অনেক ভুলত্রুটি করেছে। নিজেদের ভুল স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের ভুল আছে আমরা স্বীকার করি। কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল ত্রুটির পরেও আমরা তো মূল ধারার সঙ্গে আছি।'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'আজকে জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে? শাইখ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এদের বিরুদ্ধে আমরা স্বরব। এটা আওয়ামী লীগের রাজনীতি।'

কাদের বলেন, 'আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।'

এ সময় কাদের অভিযোগ করেন, বিএনপি তাদের সুবিধার জন্য সংবিধান থেকে 'কলমের এক খোচার ৭ ধারা বাতিল' করেছে।

বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই দাবি করে কাদের বলেন, 'ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তার কাউন্সিল হয়েছে? এর মাঝে আমার দুইটা হয়ে গেছে। আরেকটা চলে এসেছে।'

আওয়ামী লীগ বিএনপি কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না বলে জানান কাদের। তার মতে, কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ-বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে 'টার্গেট' করে কিছু করছে না বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপশি এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম- এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় সহ গণমাধ্যমের বিভিন্ন সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এন