ভারতের প্রধানমন্ত্রীর টুইটার একাউন্ট পুনরুদ্ধার
Share on:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট হ্যাক হওয়ার পরে মাইক্রোব্লগিং সাইট এবং ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে সাইট পুনরুদ্ধার করা এবং সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট হ্যাক হওয়ার পরে মাইক্রোব্লগিং সাইট এবং ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে সাইট পুনরুদ্ধার করা এবং সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
আজ রোববার ( ১২ ডিসেম্বর) সকাল ৭ টা ৩৪ মিনিটে মোদির টুইটার একাউন্ট হ্যাক হয়। কিছুক্ষণের জন্যে তার একাউন্টটি হ্যাকড হয়ে থাকে।
নেটিজেনরা প্রথম বিষয়টি দেখেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সচিবালয় জানায় যে, পিএম এর টুইটার হ্যাকড হয়েছে।
আপাতত এই একাউন্ট থেকে আসা টুইট বার্তা যেন উপেক্ষা করা হয়।
এ ঘটনায় টুইটারের সদর দপ্তরও নড়েচড়ে উঠে।
অবশেষে সবার চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই একাউন্ট পুনরুদ্ধার হয়।মোদি স্বয়ং এই একাউন্ট থেকে টুইট করতে আরম্ভ করেন।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, কারা এই টুইট হ্যাক করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।
এইচএন