চট্টগ্রাম-ঢাকা রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
Share on:
কুমিল্লা জেলার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটের দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
লাকসাম রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেনকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয় বলে খবর আসে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলামসহ অনেকেই রয়েছেন। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে এসে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে অনেকেই আহত হয়েছেন।
আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছে উপজেলার প্রশাসন। ঘটনার পর থেকে পালাতক হাসানপুর স্টেশনে মাস্টার মাহাদুল হাসান সোহাগ।
নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর জানান, সোনার বাংলা এক্সপ্রেসের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গেছে।
স্টেশন মাস্টার সোহাগকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করি।
এন