tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৩, ১০:১৩ এএম

মায়ামির ভাগ্য বদলাতে পারলেন না মেসি


image-244706-1697946096

বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে আগুনে পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাব ফুটবলেই মলিন আর্জেন্টাইন এই তারকা। ইন্টার মায়ামিতে ফিরেও তাদের ভাগ্য বদলাতে পারলেন না সাতবারের ব্যালন ডি'অরজয়ী।


রোববার ভোরে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ম্যাচটি ছিল মেজর লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ। পুরো ৯০ মিনিট মাঠে থেকেও সেই ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারলেন না লিওনেল মেসি। শার্লটের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শেষ করতে হয় তাকে।

ম্যাচের ১৩ মিনিটেই শার্লটের ভাগ্য গড়ে দেন কলম্বিয়ান উইঙ্গার কারউইন ভার্গাস। পোল্যান্ডের রাইট উইঙ্গার কামিল জোজুইকের পাস থেকে গোল করেন এই কলম্বিয়ান। অথচ এদিন পুরো ম্যাচজুড়ে আধিপত্য করেছে মায়ামি। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসিরা।

এই হারে ৩৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মেসিদের অবস্থান ১৪ নম্বরে। সব মিলিয়ে লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৭ ম্যাচে। আর বাকি ১৮ ম্যাচেই হেরেছে লিওনেল মেসির দল।

এনএইচ