tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ২০:১২ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা সরকারি চাকরি পাবেন না : ক্রীড়া উপদেষ্টা


আসিফ মাহমুদ

নিষিদ্ধ হওয়া সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না।’

‘যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেয়া হবে,’ উল্লেখ করেন এই উপদেষ্টা।

তিনি বলেন, এরপর থেকে সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

এতে আগামী দিনের সার্কুলারগুলোতে আরো বেশি সংখ্যায় নিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন আসিফ মাহমুদ।

‘ঘুষ দিয়ে নিয়োগবাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর’ উল্লেখ করে তিনি ঘুষ আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার (২৩ অক্টোবর) রাতে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।

সংগঠনটিকে নিষিদ্ধের এক দিনের মাথায় যুব ও ক্রীড়া উপদেষ্টা এ ঘোষণা দিলেন।

সূত্র : বিবিসি

এফএইচ