tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৩ পিএম

অমর একুশে, রাজধানীতে যেসব সড়ক বন্ধ থাকবে


রাজধানী ঢাকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার সড়কগুলোতে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার সড়কগুলোতে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই নির্দেশনা আজ ২০ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ২১ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ২টা পর্যন্ত বলবৎ থাকবে।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংবাদ জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবসে যথাযথ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানীতে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ পথ:

সকল নাগরিককে পলাশী ক্রসিং ও ঢাবির জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনোক্রমেই অন্যকোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়ার পথ:

শহীদ মিনার থেকে বের হওয়ার ক্ষেত্রে দোয়েল চত্বর অভিমুখি রাস্তা অথবা রুমানা চত্বরের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। কোনোভাবেই প্রবেশপথ দিয়ে বের হওয়া যাবে না।

যেসকল রাস্তা বন্ধ থাকবে:

বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক;

চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক;

টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং;

উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং।

এছাড়াও রয়েছে:

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত রাস্তায় আলপনা অঙ্কনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এ সময় শিববাড়ী, জগন্নাথ হল ও রুমানা চত্বর ক্রসিংগুলোতে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুল, হাইকোর্ট, টিএসসি, শহিদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রুমানা চত্বর, শাহবাগ ইন্টারসেকশন রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গাড়ি পার্কিং ব্যবস্থা সমুহ:

অমর একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা থাকবে।

নগরবাসীর জন্য নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে।

সাধারণ নির্দেশনাগুলো হচ্ছে:

মাস্ক পরিধান করতে হবে। অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন। কোন রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি করা যাবে না। প্রবেশের ক্ষেত্রে সারিবদ্ধভাবে আর্চওয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে। কোনো ধরনের ব্যাগ সঙ্গে বহন করা যাবে না। শহীদ মিনার প্রাঙ্গণের নির্দেশনা মেনে চলতে হবে।

এইচএন