tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৩:০০ পিএম

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান


japan_20240404_114629707

তাইওয়ানে ৭ দশমিক দুই মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির উত্তর-পূর্বাঞ্চল। তবে সুনামির কোনো আশঙ্কা না থাকায় সতর্কতাও জারি করা হয়নি। তাৎক্ষণিক এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি ৩২ কিলোমিটার গভীরে ছিল।

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানে। এরপর আরও কয়েক ডজন আফটার শক হয় দেশটিতে।

এনএইচ