tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮ পিএম

ইবি উপাচার্যের ফোনালাপ ফাঁস, প্রতিবাদে কার্যালয়ে তালা


iu-vc-20230218162656

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিয়োগ বোর্ডের প্রশ্ন ফাঁসের কয়েকটি ফোনালাপ ফাঁস হয়েছে। এর প্রতিবাদে উপাচার্যের অপসারণ দাবিতে তার কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করেছে অস্থায়ী চাকরিজীবী পরিষদ।


শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ের তালা খুলে দেন তারা।

সংগঠনটির সভাপতি মিজানুর রহমান টিটু বলেন, ইবি উপাচার্য দুর্নীতি করে নিয়োগ দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই দুর্নীতিবাজ উপাচার্যকে আমরা এই বিশ্বদ্যালয়ে দেখতে চাই না। আমরা তার অপসারণ চাই। বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করতে চাই। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে।

উপাচার্যের একান্ত সচিব (পিএস) আইয়ুব আলী বলেন, আমি অফিসে ছিলাম না। কারা এটা করেছে জানি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমি বিষয়টি শুনেছি। ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত নিয়ে ব্যস্ত আছি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এমআই