tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২২, ২০:৫৯ পিএম

বিরামপুরে রেল দুর্ঘটনা, নিহতদের ৩ পরিবারকে জামায়াতের আর্থিক সহযোগিতা


Dinajpur_Birampur_06_03_2022

গত ২ ফেব্রুয়ারি বিরামপুর রেলগেটে প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে নিহতদের ৩টি পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ হতে ৬ মার্চ নগদ অর্থ প্রদান করা হয়।


এই আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বদরগঞ্জ উপজেলা আমীর আব্দুল হান্নান খান, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জনাব মো: আনোয়ার হোসেন ও পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলী প্রমুখ।

নিহতরা হলেন যথাক্রমে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের কালুপাড়া গ্রাম নিবাসী মৃত আঃ আজিজের পুত্র আতিয়ার রহমান, লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী গ্রাম নিবাসী মিনহাজুল ইসলামের পুত্র সুজন এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ গ্রামের আব্দুল হালিম শাহ্ এর পুত্র হাফিজুর রহমান শাহ।

এদের প্রত্যেক পরিবারকে ৪০ হাজার টাকা করে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

নরসিংদী জেলা জামায়াতের ৩ সদস্য বহিষ্কার

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার তিন সদস্যকে (রুকন) বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মো: জিয়াউল হক মনির, মো: রফিকুল ইসলাম ও মো: ওসমান গণি।

শনিবার ( ৫ মার্চ )বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আফম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারা সকলেই সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা বহির্ভূত ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় সংগঠনের ভাব-মর্যাদা, সুনাম ও সুখ্যাতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংগঠন তাদের সদস্যপদ বাতিল পূর্বক সংগঠন বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন থেকে তাদের সাথে সংগঠনের কোনো পর্যায়ে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘উল্লেখিত ব্যক্তিগণের কোনো ধরনের আর্থিক লেনদেন, দেনা-পাওনা কিংবা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংগঠনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ওই বিষয়গুলো তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।’ (প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন