tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৪ অগাস্ট ২০২৩, ১৫:৪৭ পিএম

মাওলানা সাঈদীকে মুক্ত পরিবেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জামায়াতের


৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৩ আগস্ট বিকেলে হার্টে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে তাকে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রাতেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অসুস্থতার খবরে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। তার অসুস্থতার খবরে তার পরিবার-পরিজন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ গোটা জাতি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি জানান, প্রায় ৮৪ বছর বয়স্ক আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। এছাড়াও তিনি পায়ের গিড়ায় ব্যাথাসহ বার্ধক্যজনিত নানান জটিল রোগে আক্রান্ত। অপরের সাহায্য ছাড়া তিনি একাকি হাঁটা-চলা ও উঠা-বসা কোনোটাই করতে পারেন না। এমতাবস্থায় মানবিক কারণে তাকে মুক্তি দিয়ে নিজ পরিবারের তত্ত্বাবধানে মুক্ত পরিবেশে দেশে অথবা বিদেশে তাকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবিক কারণে মুক্তি দিয়ে তার পরিবারের তত্ত্বাবধানে তার পছন্দ অনুযায়ী মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে দেশবাসী এবং প্রবাসে বিশেষ করে মক্কা-মদিনায় অবস্থানরতদের প্রতি মাওলানা সাঈদীর রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি