tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫৮ পিএম

ভারতে ওমিক্রন আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে ২১৮ জন


মমতা১.jpg

ভারতে ওমিক্রন স্ট্রেনের সন্ধান মিলেছে যে দু্ই জনের দেহে, তাদের মধ্যে একজন ভারতেরই নাগরিক, অপরজন বিদেশী।


ভারতে ওমিক্রন স্ট্রেনের সন্ধান মিলেছে যে দু্ই জনের দেহে, তাদের মধ্যে একজন ভারতেরই নাগরিক, অপরজন বিদেশী।

তবে ভয়ংকর খবর হলো, ভারতীয় আক্রান্ত ব্যাক্তির প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সংস্পর্শে এসেছে ২১৮ জন।

যাদের মধ্যে পাঁচজন সরাসরি ওই আক্রান্তের সংস্পর্শে এসেছেন আর বাকি ২১৩ জন পরোক্ষভাবে সেই ভারতীয়ের সংস্পর্শে এসেছেন।

প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে পাঁচজন আবার করোনা সংক্রমিত। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এই ৫ সংক্রমিত ওমিক্রনে স্ট্রেনে আক্রান্ত কিনা, জানা যায়নি। তার জন্য জিন সিক্যোয়েন্সের সাহায্য নেবে সংশ্লিষ্ট প্রশাসন।

তবে আশার খবর ওমিক্রনে আক্রান্ত ভারতীয়ের দেহে মৃদু উপসর্গ দেখে গেছে। ২২ নভেম্বর তার সংক্রমণ ধরা পড়লেও, এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

এইচএন