সারাদেশে নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
Share on:
গত কয়েক দিনে সারাদেশে ৩০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ।
মঙ্গলবার ( ২ জানুয়ারি ) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানিয়েছেন ।
তিনি বলেন, জালিম সরকার বিগত ১৫ বছর যাবত জামায়াতসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসনের ফলে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। শত শত মামলা দিয়ে বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করা হয়েছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে জালিম সরকার পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। নারী ও শিশুদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। অভিযানের সময় বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করা হচ্ছে।
গণগ্রেফতার চালিয়ে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ৩১ ডিসেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের হাজারিবাগ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমীর জনাব শহিদুল ইসলাম সোহেল, ১ জানুয়ারি বরগুনা জেলার সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল লতিফ এবং ২ জানুয়ারি ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা মধ্য সাংগঠনিক থানার আমীর জনাব মুহাম্মাদ আলীসহ গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি সরকারের অন্যায় গ্রেফতার ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, গণতন্ত্র হরণকারী সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। জুলুম-নির্যাতন চালিয়ে মানুষের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। সরকারের জুলুম নির্যাতনের-বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি সংগ্রামী দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
প্রতিহিংসা ও হয়রানিমূলক কর্মকান্ড বন্ধ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশে আটক সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি